জন্ম নিবন্ধন যাচাই

Last Updated On:

জন্ম নিবন্ধন যাচাই

আপনি চাইলে আপনার হাতে থাকা এন্ড্রয়েড মোবাইল দিয়েই আপনার জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন।

আরো পড়ুন: এনআইডি দিয়ে মোবাইল নাম্বার চেক।

কিভাবে নাম্বার ও জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে হয় তার বিস্তারিত তথ্য তুলে ধরা হলো

জন্ম নিবন্ধন সনদ হল কোন একটি দেশের একজন নাগরিকের প্রথম বৈধ পরিচিতি পত্র। প্রতিটি দেশের নাগরিকদের জন্য সরকারের পক্ষ থেকে একটি নীতিমালা অনুযায়ী জন্ম ও মৃত্যুর হিসাব রাখা হয়। সুতরাং আপনি যখন একটি দেশের নাগরিক অতএব আপনার জন্ম নিবন্ধন সনদ থাকা বাধ্যতামূলক।

শিক্ষা থেকে শুরু করে দেশের প্রতিটি পর্যায়ে জন্ম নিবন্ধন এর গুরুত্ব অপরিহার্য। যদিও দেশের সবকিছু এখন ডিজিটাল তেমনি জন্ম নিবন্ধন সিস্টেমটাও ডিজিটাল। তো আপনার জন্ম নিবন্ধন ডিজিটাল করা আছে কিনা বুঝতে হলে অবশ্যই জন্ম নিবন্ধন যাচাই করতে হবে অনলাইন থেকে।

আজকের আর্টিকেলে আমি কিভাবে জন্ম নিবন্ধন যাচাই করতে হয় বা কিভাবে অনলাইন থেকে জন্ম সনদ ডাউনলোড করতে হয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব।

জন্ম নিবন্ধন যাচাই

জন্ম নিবন্ধন যাচাই করার জন্য আপনাকে প্রথমেই ভিজিট করতে হবে সরকারের https://everify.bdris.gov.bd/ এই ওয়েবসাইটিতে । ১ম এবং ২য় ঘরে আপনার ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর এবং YY-MM-DD ফরমেটে জন্ম তারিখ প্রদান করতে হবে। তারপরে যদি ক্যাপচা আসে তাহলে ক্যাপচা পূরন করে Search বাটনে ক্লিক করলে জন্ম নিবন্ধন এর তথ্য পাওয়া যাবে ।

শুধু মাত্র জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা সম্ভন না । জন্ম নিবন্ধন যাচাই করতে হলে অবশই জন্ম নিবন্ধন নাম্বার উল্লেখ করতে হবে। জন্ম তারিখ দিয়ে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই ধাপসমূহ

জন্ম নিবন্ধন যাচাই

জন্ম নিবন্ধন যাচাই

জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য প্রথমে https://everify.bdris.gov.bd/ এই লিংকে প্রবেশ করুন। এখানে ১ম বক্সে আপনার জন্ম নিবন্ধনে থাকা 17 ডিজিটের সংখ্যাটি প্রবেশ করান । এবার ২ নম্বর বক্সে আপনার জন্ম তারিখ বসাবেন। ঠিক এই ফরমেটে YY MM DD । জন্ম নিবন্ধন যাচাই yyyy-mm-dd বলতে প্রথমটি হলো আপনার জন্ম নিবন্ধন সাল, তারপর আপনার জন্ম নিবন্ধন মাস, তারপর আপনার জন্ম তারিখ বুঝায়। যেমন 2001- 01-15 এরকম ।

আরো পড়ুন: অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড।

যদি কোনভাবে ভুলে আগে জন্ম তারিখ তারপর মাস বা বছর তারপর দিন বসিয়ে দেন তাহলে জন্ম নিবন্ধন যাচাই সনদ দেখতে পারবেন না। সেজন্য এই ধাপে এসে আপনাকে সঠিকভাবে জন্ম তারিখ প্রবেশ করাতে হবে।

এবার ৩ নম্বরে এসে একটি ছবি দেখতে পাবেন। এখানে দুই সংখ্যার একটি ছবি দেখাবে। ছবিতে দেখানে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করে তা নিচের বক্সে লিখতে হবে। এরপর সার্চ বাটনে ক্লিক করলে আপনার প্রদত্ত সকল তথ্য যদি সঠিক থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধন সনদ পূর্ণাঙ্গভাবে দেখতে পারবেন।

*মনে রাখবেন এই প্রক্রিয়াটি শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য যাদের জন্ম নিবন্ধন ডিজিটাল করা হয়েছিল। যদি আপনার ডিজিটাল করা না হয়ে থাকে তাহলে আপনার ইউনিয়ন পরিষদ/ সিটি কর্পোরেশন/ পৌরসভার তথ্য কেন্দ্রে যোগাযোগ করুন, অথবা আপনি চাইলে ঘরে বসে অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করতে পারবেন।

জন্ম নিবন্ধন অনলাইন না পেলে করণীয়

অনেক সময় জন্ম নিবন্ধন সনদ অনলাইনে খুঁজে পাওয়া যায় না।এর পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। এর মধ্যে অন্যতম ও প্রধান একটি কারণ হচ্ছে আমাদের জন্ম নিবন্ধন অনলাইনে নিবন্ধনিই করা হয়নি। পূর্ববর্তী বছর/দিনগুলোতে আমাদের জন্ম নিবন্ধন টি ছিল সম্পূর্ণ হাতের লেখা কাগজের ।সরকার নিজস্ব দায়িত্বে সমস্ত নাগরিকের জন্ম নিবন্ধন সনদ অনলাইন নিবন্ধন করার দায়িত্ব প্রদান করেছেন সকল ইউনিয়ন পরিষদ পৌরসভা তথ্যকেন্দ্রের নির্যাতিত ব্যক্তিদেরকে। তারা অনেক মানুষদের জন্ম নিবন্ধন তথ্যটি নিজেরাই অনলাইন করে রেখেছে এবং অনেকে আমরা নিজেরাই জন্ম নিবন্ধন অনলাইন করেছি।

যদি আমাদের জন্ম নিবন্ধন সনদটি অনলাইনে পাওয়া না যায় সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে জন্ম নিবন্ধন সনদ অনলাইন এর জন্য আবেদন করতে হবে। এর জন্য আপনি চাইলে ঘরে বসেই নিজে নিজেই অনলাইনে জন্ম নিবন্ধন ওয়েবসাইটে প্রবেশ করে জন্ম নিবন্ধন এর জন্য আবেদন করতে পারবেন অথবা আপনি চাইলে আপনার নিকটস্থ কার্যালয় থেকে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারেন।

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

অনলাইনে জন্ম নিবন্ধন সনদ চেক করা যায় কিন্তু এর pdf ফাইল ডাউনলোড করার কোন অপশন নেই। জন্ম নিবন্ধন সনদটি একমাত্র আপনার নিজ ইউনিয়ন পরিষদের তথ্য কেন্দ্র নির্ধারিত পরিচালক মহোদয় ডাউনলোড করতে পারবেন। আপনি শুধু অনলাইনে তথ্য যাচাই করতে পারবেন।

যখন আপনি অনলাইনে জন্ম নিবন্ধন সনদ এর জন্য আবেদন করবেন তখন এটি আপনার নির্ধারত ইউনিয়ন পরিষদে পৌঁছে যাবে। তখন তারা সেটি নিবন্ধন করলে জন্ম নিবন্ধন সনদটি আপনি ডাউনলোড করতে পারবেন। প্রত্যেক ইউনিয়ন পরিষদের জন্য আলাদা একটি কর এডমিন প্যানেল দেয়া থাকে। সেখান থেকে তারা তাদের নির্বাচনী এলাকার জনগনের জন্ম-মৃত্যু তথ্য সংকলন করতে পারে।

তো আপনি শুধু জন্ম তথ্য যাচাই করে সেটাকে কম্পিউটারে pdf আকারে প্রিন্ট করতে পারবেন তারপরে সেই pdf ডাউনলোড করতে পারবেন। এই জন্য প্রথমে কম্পিউটার কি-বোর্ডের ctrl+ p প্রেস করতে হবে। তারপর ডাউনলোড লোকেশন সিলেক্ট করে ফাইল এর একটি নিদৃষ্ট নাম দিয়ে ডাউনলোড দিবেন।

জন্ম নিবন্ধন ফরম

যারা অনলাইন বাদ দিয়ে সরাসরি পরিষদের জন্ম নিবন্ধন আবেদন করতে চান তাদেরকে প্রথমে একটি ফরম দেওয়া হয়। সে ফরমটি যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট কেন্দ্রে দাখিল করতে হয়। এখানে ব্যক্তির নাম, পরিচয়সহ সকল কিছু লিপিবদ্ধ করতে হয়।

জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা

আপনি যদি জন্ম নিবন্ধন আবেদন করে থাকেন তাহলে খুব সহজেই আবেদনের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবেন। আপনার জন্ম নিবন্ধন এর জন্য করা আবেদনটি আপনার ইউনিয়ন পরিষদ কার্যালয় পৌঁছেছে কিনা অথবা আপনার জন্ম নিবন্ধন আবেদন সফলভাবে সম্পন্ন হয়েছে কিনা এই তথ্যটি আপনার পৌরসভা ইউনিয়ন তথ্য কেন্দ্রে যিনি কর্মরত আছেন তার থেকে জানতে পারবেন।

অনেক সময় জন্ম নিবন্ধন সংশোধন করার ক্ষেত্রে জন্ম নিবন্ধনের আবেদনের অবস্থান অনেক সময় পরিবর্তন হয়। যেমন জন্ম নিবন্ধন আবেদন ফরম আবেদন করতে হলেও অনেক সময় অনেক ভোগান্তি পোহাতে হয় আবার অনেকটা সময় লেগে যায় তাই সবসময় জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা জেনে রাখা উচিত।

জন্ম নিবন্ধন সনদ কি কি কাজে লাগে?

জন্ম নিবন্ধন সনদ মুলত নাগরিকত্ব বৈধ বা অবৈধ জানার জন্য ডিজিটাল ভাবে চেক করা হয়৷। আপনি যখন কোন সরকারি চাকরি, বা পাসপোর্ট ইস্যু বা অন্য কোন গুরত্বপূরৃন দরকারী কাজে যাবেন তখন আপনার জন্ম নিবন্ধন সনদ চাওয়া হতে পারে। আর তারপরে প্রক্রিয়াধিন লোকজন আপনার জন্ম তথ্য ভেরিফিকেশন করার জন্য অনলাইনে জন্ম সনদ চেক করতে পারে। এই জন্য জন্ম নিবন্ধন ডিজিটাল করাটা অত্যন্ত জরুরী।

দেখে নিন জন্ম নিবন্ধন সনদ যে যে কাজে লাগতে পারে

  • শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ডকুমেন্টস।
  • পাসপোর্ট ইস্যু।
  • বিবাহ নিবন্ধন।
  • চাকরিতে যোগদান (সরকারি- বেসরকারী)
  • ড্রাইভিং লাইসেন্স।
  • ব্যাংক একাউন্ট হিসেব খুলতে।
  • ভোটার আইডি (NID) করতে।
  • নির্বাচনে প্রার্থী হলে।
  • বিভিন্ন লাইসেন্স অনুমোদন করতে।
  • জমি রেজিষ্ট্রেশন করতে।
  • TIN (Tax Identification Number) সংগ্রহ করতে।

Tags

You might Also Enjoy.....

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম (How to Buy Train Tickets Online)

Read More

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই

Read More
গর্ভবতী ভাতা

গর্ভবতী ভাতা: মাতৃত্বকালীন আর্থিক সহায়তার অনলাইন আবেদন প্রক্রিয়া

Read More

One response to “জন্ম নিবন্ধন যাচাই”

  1. […] আরো পড়ুন: অনলাইনে জন্ম নিবন্ধন সনদ যাচাই। […]

Leave a Comment

Join Us

Recommended Posts

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম (How to Buy Train Tickets Online)

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই

গর্ভবতী ভাতা

গর্ভবতী ভাতা: মাতৃত্বকালীন আর্থিক সহায়তার অনলাইন আবেদন প্রক্রিয়া

জন্ম নিবন্ধন করার নিয়ম

জন্ম নিবন্ধন করার নিয়ম: একটি সম্পূর্ণ গাইড

জমির মৌজা ম্যাপ

জমির মৌজা ম্যাপ: কিভাবে খুঁজে বের করবেন ও ডাউনলোড করবেন?

কিমি

কিমি Kimi: কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন দিগন্ত

জমির স্ট্যাম্প লেখার নিয়ম

জমির স্ট্যাম্প লেখার নিয়ম: সম্পূর্ণ গাইডলাইন

About this site

সাইটটি মূলত টেকনোলজি রিলেটেড। নিত্য নতুন টেকনোলজি সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হয়। 

 

 

 

 

 

Top Rated Posts

প্রতিবন্ধী ভাতার আবেদন

প্রতিবন্ধী ভাতার আবেদন

জমির খাজনা চেক

জমির খাজনা চেক

পড়া মনে রাখার উপায়

পড়া মনে রাখার উপায়

জমির মালিকানা বের করার উপায়

জমির মালিকানা বের করার ‍উপায়

Recommended Posts

গুগল বার্ড কি?

গুগল বার্ড কি? গুগল বার্ড এর আদ্যোপান্ত।

ডিপফেক প্রযুক্তি

ডিপফেক প্রযুক্তি: সেরা ১২ টি ডিপফেক অ্যাপস। 

ডিপ ওয়েব

ডিপ ওয়েব: ডার্ক ওয়েব বনাম ডিপ ওয়েব।

ডেভিন

ডেভিন : প্রযুক্তির নতুন বিস্ময়।